ডেল্টা লাইফের প্রশাসকের দায়িত্ব নিলেন সুলতান-উল-আবেদীন

Passenger Voice    |    ০৬:১৬ পিএম, ২০২১-০২-১১


ডেল্টা লাইফের প্রশাসকের দায়িত্ব নিলেন সুলতান-উল-আবেদীন

বেসরকারি বীমা কোম্পানি ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগ দিয়েছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আইডিআরএ কর্তৃক নিয়োগকৃত প্রশাসক সুলতান-উল-আবেদীন মোল্লা ডেল্টা লাইফের কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন। 

দায়িত্ব গ্রহণ শেষে তিনি গণমাধ্যমকে ব্রিফ করেন। তিনি বলেন, সরকার আমাকে নিয়োগ দিয়েছে। দুই নিরীক্ষকের তদন্তে ডেল্টা লাইফের বেশ কিছু অনিয়ম চিহ্নিত হয়েছে। এসব অনিয়ম আরও অধিকতর তদন্ত করা প্রয়োজন। আমার দায়িত্ব এসব অনিয়ম খুঁজে বের করে আইডিআরএ’র কাছে প্রতিবেদন দেয়া। এ জন্য আমাকে চার মাস সময় দেয়া হয়েছে।


গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি জানান, দায়িত্ব গ্রহণকালে ডেল্টা লাইফ কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করেন যে তিনি দায়িত্বপালনকালে কোম্পানির কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাবেন।

উল্লেখ্য, সুলতান-উল-আবেদীন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রিসার্চ বিভাগে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। আইডিআরএ যোগ দেয়ার আগে সুলতান-উল-আবেদীন মোল্লা যুক্তরাজ্যভিত্তিক ক্ষুদ্রবীমা গবেষণা কেন্দ্রের (এমআইআরসি) বাংলাদেশে আবাসিক প্রতিনিধি ছিলেন। কয়েকটি লাইফ বীমা কোম্পানিতে দায়িত্ব পালনসহ ১৫ বছরেরও বেশি সময় তিনি বীমা খাতে কাজ করেছেন।