৩০ জুন ২০২১ পর্যন্ত জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সুযোগ

Passenger Voice    |    ০৫:৩৮ পিএম, ২০২০-১২-৩১


৩০ জুন ২০২১ পর্যন্ত জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদের সুযোগ

জরিমানা ছাড়া মূল কর বা ফি জমা দিয়ে যানবাহনের কাগজপত্র হালনাগাদ করার সময় ৩১ ডিসেম্বর পরিবর্তন করে আরো ৬ মাস সময় বাড়িয়ে ৩০ জুন ২০২১ ইং পর্যন্ত করতে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগকে অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। 

আজ ৩১ ডিসেম্বর ২০২০ অর্থ মন্ত্রণালয়ের নন-ট্যাক্স রেভিনিউ অধিশাখা-২ এর উপ-সচিব হাবিবুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে জানানো হয়। 

চিঠিতে বলা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের ভিত্তিতে গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যতীত মূল কর বা ফি জমা দিয়ে গাড়ির কাগজপত্র ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত হালনাগাদ করার নির্দেশক্রমে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।

২০১৯ সালের জানুয়ারিতে এক প্রজ্ঞাপনে ৩০ জুন পর্যন্ত মেয়াদোত্তীর্ণ গাড়ির কাগজপত্র জরিমানা ছাড়া হালনাগাদ করার সুযোগ দিয়েছিল বিআরটিএ। এরপর একই বছরের ২২ জুন রাষ্ট্রপতির সহকারী সচিব জসিম উদ্দীন স্বাক্ষরিত আরও একটি প্রজ্ঞাপনে ৩০ জুন থেকে পরিবর্তন করে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।  আজ ৩১ ডিসেম্বর আরেক প্রজ্ঞাপনে ৩০ জুন ২০২১ পর্যন্ত করা হয়েছে।

এদিকে  আগামীতে খেলাপি যানবাহন মালিকদের আর কোনও সুযোগ দেওয়া হবে না মর্মে ঘোষণা প্রচার করবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শাস্তির মাত্রা বাড়িয়ে প্রণীত নতুন সড়ক পরিবহন আইন গত বছরের শেষ দিকে সরকার কার্যকর করার পর কয়েকটি ধারা নিয়ে আপত্তি তুলে ধর্মঘটে যায় পরিবহন মালিক-শ্রমিকরা।