সড়ক পরিবহন চালক-শ্রমিকের বেতন নির্ধারণ করলো সরকার

Samsuddin Chowdhury    |    ১১:১৯ এএম, ২০২০-০৮-০৮


সড়ক পরিবহন চালক-শ্রমিকের বেতন নির্ধারণ করলো সরকার

সামসুদ্দীন চৌধুরী: দীর্ঘ সময় পরে ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শিল্প সেক্টরের ড্রাইভার, গাইড, সুপারভাইজার, কনডাক্টর, চেকার, বুকিং ক্লাক, ক্যাশিয়ার, হেলপার, ক্লিনার, কলার, হিসাবরক্ষক, স্টোর কিপার, টাইম কিপার, পিয়ন, দারোয়ান, নাইট গার্ড, সুইপাদের বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড গঠন করলো সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের মজুরি বোর্ড শাখার রাষ্টপ্রতির আদেশক্রমে গত ২৭ জুলাই গেজেট প্রকাশ করেছে। 

বাংলাদেশ শ্রম আইন ২০০৬(২০০৬ সনের ৪২ নং আইন) এর ধারা ১৪০ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার উক্ত আইনের ধারা ১৩৯ এর অধীনে ব্যক্তি মালিকানাধীন সড়ক পরিবহন শিল্প সেক্টরের শ্রমিক কর্মচারীগণের নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক সুপারিশকৃত মজুরির হারকে এই সেক্টরের শ্রমিক ও কর্মচারীগণের জন্য নিম্নতম মজুরি হার হিসেবে ঘোষনা করলো সরকার। প্রজ্ঞাপনে শ্রমিক-কর্মচারীদের এলাকা ভেদে দুটি ভাগ করা হয়েছে। বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন এলাকায় একটি মজুরির হার। এছাড়া অনান্য এলাকার মজুরির হার। 

এইক্ষেত্রে উচ্চতর দক্ষ ড্রাইভার  (হেভি উইথ পিএসভি লাইসেন্সপ্রাপ্ত) বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন এলাকায় মাসিক মূল মজুরি পাবে ১২,৮০০ টাকা, বাড়ি ভাড়া (বিভাগীয় শহরের মূল মজুরির ৫০% ও অনান্য এলাকায় ৪০%) ৬,৪০০ টাকা, চিকিৎসা ভাতা ৭০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সর্বমোট মজুরি ২০,২০০ টাকা। অনান্য এলাকায় মাসিক মূল মজুরি পাবে ১২,৮০০ টাকা, বাড়ি ভাড়া ৫,১২০ টাকা, চিকি’সা ভাতা ৭০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সর্বমোট মজুরি ১৮,৯২০ টাকা।

ড্রাইভার  (হেভি লাইসেন্সপ্রাপ্ত) বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন এলাকায় মাসিক মূল মজুরি পাবে ১১,২০০ টাকা, বাড়ি ভাড়া (বিভাগীয় শহরের মূল মজুরির ৫০% ও অনান্য এলাকায় ৪০%) ৫,৬০০ টাকা, চিকিৎসা ভাতা ৭০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সর্বমোট মজুরি ১৭,৮০০ টাকা। অনান্য এলাকায় মাসিক মূল মজুরি পাবে ১১,২০০ টাকা, বাড়ি ভাড়া ৪,৪৮০ টাকা, চিকিৎসা ভাতা ৭০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সর্বমোট মজুরি ১৬,৬৮০ টাকা।

ড্রাইভার  (মিডিয়াম লাইসেন্সপ্রাপ্ত) বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন এলাকায় মাসিক মূল মজুরি পাবে ১০,৪০০ টাকা, বাড়ি ভাড়া (বিভাগীয় শহরের মূল মজুরির ৫০% ও অনান্য এলাকায় ৪০%) ৫,২০০ টাকা, চিকিৎসা ভাতা ৭০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সর্বমোট মজুরি ১৬,৬০০ টাকা। অনান্য এলাকায় মাসিক মূল মজুরি পাবে ১০,৪০০ টাকা, বাড়ি ভাড়া ৪,১৬০ টাকা, চিকিৎসা ভাতা ৭০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সর্বমোট মজুরি ১৫,৫৬০ টাকা।

ড্রাইভার  (লাইট লাইসেন্সপ্রাপ্ত) বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন এলাকায় মাসিক মূল মজুরি পাবে ৯,৬০০ টাকা, বাড়ি ভাড়া (বিভাগীয় শহরের মূল মজুরির ৫০% ও অনান্য এলাকায় ৪০%) ৪,৮০০ টাকা, চিকিৎসা ভাতা ৭০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সর্বমোট মজুরি ১৫,৪০০ টাকা। অনান্য এলাকায় মাসিক মূল মজুরি পাবে ৯,৬০০ টাকা, বাড়ি ভাড়া ৩,৮৪০ টাকা, চিকিৎসা ভাতা ৭০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সর্বমোট মজুরি ১৪,৪৪০ টাকা।

যানবাহনের গাইড, সুপারভাইজার, কনডাক্টর, চেকার, বুকিং ক্লাক, ক্যাশিয়ার বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন এলাকায় মাসিক মূল মজুরি পাবে ৮,০০০ টাকা, বাড়ি ভাড়া (বিভাগীয় শহরের মূল মজুরির ৫০% ও অনান্য এলাকায় ৪০%) ৪,০০০ টাকা, চিকি’সা ভাতা ৭০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সর্বমোট মজুরি ১৩০০০ টাকা। অনান্য এলাকায় মাসিক মূল মজুরি পাবে ৮,০০০ টাকা, বাড়ি ভাড়া ৩,২০০ টাকা, চিকিৎসা ভাতা ৭০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সর্বমোট মজুরি ১২,২০০ টাকা।

যানবাহনের হেলপার, ক্লিনার, কলার বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন এলাকায় মাসিক মূল মজুরি পাবে ৬,৫০০ টাকা, বাড়ি ভাড়া (বিভাগীয় শহরের মূল মজুরির ৫০% ও অনান্য এলাকায় ৪০%) ৩২,৫০টাকা, চিকি’সা ভাতা ৭০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সর্বমোট মজুরি ১০,৭৫০ টাকা। অনান্য এলাকায় মাসিক মূল মজুরি পাবে ৬,৫০০ টাকা, বাড়ি ভাড়া ২,৬০০ টাকা, চিকি’সা ভাতা ৭০০ টাকা, যাতায়াত ভাতা ৩০০ টাকা, সর্বমোট মজুরি ১০,১০০ টাকা।

প্রজ্ঞাপনে আরো বলা হয় কোন শ্রমিক বা কর্মচারী ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত হইয়া মজুরি প্রাপ্ত হলে তিনি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ২(৬৫) ধারা অনুযায়ী শ্রমিক বলিয়া গণ্য হবে। কোন ঠিকাদার কোন শ্রমিক বা কর্মচারীকে নির্ধারিত নিম্নতম মজুরি থেকে কোনাক্রমেই কম মজুরি প্রদান করিতে পারিবে না। যদি কোন ঠিকাদার এমন কাজ করে তাহলে তাহলে তার সম্পূর্ণ দায়দায়িত্ব সংশ্লিষ্ট মালিকের উপর বর্তাইবে।

এছাড়া সড়ক পরিবনের শ্রমিক কর্মচারীদের নিন্মতম মজুরি সমন্বয় করিয়ে ১ বছর কর্মরত থাকার পরে শ্রমিক বা কর্মচারীগণের মূল মজুরির ৫% হারে বাৎসরিক মজুরি বৃদ্ধি করতে হবে। তবে শর্ত আছে পরিবহন সেক্টরের কোন মালিক যদি কোন শ্রমিক বা কর্মচারীকে আবাসন সুবিধা দিয়ে থাকে তাহলে আবাসন সুবিধা গ্রহনকারী ব্যক্তি বাড়ী ভাড়া পাবে না।