২৩ আগষ্ট চালু হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা

Jahangir Alam babu    |    ০১:৪৯ পিএম, ২০২০-০৭-২৭


২৩ আগষ্ট চালু হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা

মহামারির প্রকটে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ  সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রম গত ৩১ মে থেকে বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেলে পুনরায় চালু হয়। শুরুতে পূর্বের পেন্ডিং কাজের নিষ্পত্তি দেওয়ার অগ্রাধিকার দেওয়া হয় এবং পর্যায়ক্রমে অন্যান্য সেবা প্রদান চালু হতে থাকে। এরই ধারাবাহিকতায় আগামি ৫ আগস্ট থেকে ড্রাইভিং লাইসেন্স আবেদনকারী ও মোটরযান মালিকের বাইয়োমেট্রিক গ্রহণ পদ্ধতি চালু হতে যাচ্ছে। এছাড়াও আগামি ২৩ আগস্ট থেকে চালু হবে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড কর্তৃক পরীক্ষা গ্রহণ কার্যক্রম। বর্তমানে অনলাইন পদ্ধতিতে মোটরযানের নিবন্ধনের আবেদন করা হলেও জানা যায় অন্যান্য সেবা কার্যক্রমের সাথে পর্যায়ক্রমে মোটরযান নিবন্ধনের আবেদনও পূর্বের মতো অফলাইন বা মেনুয়াল পদ্ধতিতে নেওয়া হবে। গতকাল ২৬ জুলাই বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার  স্বাক্ষরিত এক অফিস আদেশে এমনটা জানিয়েছে।    

উল্লেখ্য, গত ৩১ মে থেকে সারাদেশে সাধারণ ছুটি শেষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে রুট পারমিট সনদ, অস্থায়ী মোটরযান চালানোর অনুমতি পত্র, মালিকানা বদলির আবেদন, মোটরযান রেজিস্ট্রেশন সনদ ইত্যাদি এর মেয়াদ বাড়ানো,ফিটনেস নবায়ন, ড্রাইভিং লাইসেন্স নবায়ন ও রুট পারমিট নবায়নের আবেদন পত্র গ্রহনের কার্যক্রম চালু হয়। এরপর গত ৭ জুন থেকে শুধুমাত্র অনলাইনে মোটরযান রেজিস্ট্রেশনের আবেদন গ্রহণ কার্যক্রম চালু হয়। গত ১ জুলাই থেকে অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে রিফ্রেশার প্রশিক্ষণ প্রদান এবং একই দিনে আবেদনকারীর পরীক্ষা গ্রহণ ও মোটরযানের নম্বরপ্লেট সংযোজন কার্যক্রম শুরু হয়। 

এছাড়াও গত ১২ জুলাই থেকে মোটরযানের মালিকানা বদলি, প্রতিলিপি, ইঞ্জিন বা রং পরিবর্তন ও মোটরযানের রুট পারমিট ইস্যু আবেদন গ্রহণ কার্যক্রম চালু করা হয়।