বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নিখোঁজ

Passenger Voice    |    ০৪:২৯ পিএম, ২০২৫-১১-১০


বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নিখোঁজ

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমান দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। রোববার অফিসে এসে আর বাসায় ফিরে যাননি তিনি। সোমবার (১০ বার) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর জানায়, আগের দিন নাঈম অফিসে এসেছিলেন। ১২টার পর অফিসে ব্যাগ এবং আইডিকার্ড রেখে নিরুদ্দেশ হয়েছেন বা নিখোঁজ রয়েছেন।

১২.৫৩ মিনিটে নাঈম তার ব্যাচের একজন সহকর্মীকে শেষ মেসেজ দিয়েছিলেন। মেসেজ থেকে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো কোনো কারণে খুবই ডিপ্রেসড ছিলেন। মোবাইল ট্র্যাকিংয়ে সবশেষ দুপুর ১২.৫৩ মিনিটে তার অবস্থান ছিল সায়দাবাদে।

নাঈম তার পরিবারের একমাত্র ছেলে। তার নিখোঁজের বিষয়ে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১১১৮/৯ নভেম্বর/২০২৫।

কেউ নাঈমের কোনো খোঁজ পেলে বাংলাদেশ ব্যাংকের যেকোনো কর্মকর্তা বা কাছাকাছি থাকা থানায় অবহিত করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।

 

 

প্যা.ভ.ম