রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড

Passenger Voice    |    ০৬:৫৭ পিএম, ২০২৫-১১-০৬


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড

পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের  প্রকল্পের পরিত্যক্ত কাঠের ময়লার স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত ফায়ার সার্ভিসের পদক্ষেপে বড় ধরনের কোনো বিপদ বা ক্ষতি হয়নি।

আজ দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে প্রকল্প এলাকার এক পাশে রাখা কাঠের বর্জ্যের স্তূপে হঠাৎ আগুন লেগেছে বলে জানা যায়। শ্রমিকেরা তা টের পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন। ৩০০ গজ দূরেই ছিল ফায়ার সার্ভিস। সেখান থেকে দ্রুতই একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

কিছুক্ষণের মধ্যে একে একে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী, ঈশ্বরদী ফায়ার স্টেশনের ৮টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মডার্ন ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাকিবুল ইসলাম জানান, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রকল্পের কোনো স্থাপনা বা ব্যক্তি এতে ক্ষতিগ্রস্ত হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে, তা অনুসন্ধান করা হচ্ছে।