শিরোনাম
Passenger Voice | ০৩:০৩ পিএম, ২০২৫-১১-০৪
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সজীব হোসেন (১৭) নামে কলেজ ছাত্র। মঙ্গলবার সকাল উপজেলার অনন্তপুর গ্রামে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন উপজেলার লড়াইঘাট মাঠপাড়া গ্রামের সানোয়ার খানের ছেলে এবং পদ্মপুকুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে সজীব মোটরসাইকেল চালিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেন। পথে অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমসাধু গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত