মেট্রোরেলের সেফটি অডিট: ইউরোপীয় প্রতিষ্ঠানে ভরসা খুঁজছে ডিএমটিসিএল

Passenger Voice    |    ০১:১৭ পিএম, ২০২৫-১১-০৩


মেট্রোরেলের সেফটি অডিট: ইউরোপীয় প্রতিষ্ঠানে ভরসা খুঁজছে ডিএমটিসিএল

মেট্রোরেলে সেফটি অডিট করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এখন তৃতীয় পক্ষের দিকে ঝুঁকছে। দেশীয় কোনো প্রতিষ্ঠানের এ সক্ষমতা না থাকায় ইউরোপীয় প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠানটি। 

সোমবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক আহমেদ। 

তিনি বলেন, ‘এখন মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। আমরা খুব দ্রুত সেফটি অডিট করতে চাই। কিন্তু সেফটি অডিট করার মতো সক্ষমতা দেশীয় প্রতিষ্ঠানের নেই। তাই আমরা টেন্ডার ওপেন করব। ইউরোপের কন্ট্রাক্টরদের মাধ্যমে সেফটি অডিট করলে ভালো হয়। তবে আমাদের ২০-৩০ জন লোক তাদের সঙ্গে থাকবে।’