চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

Passenger Voice    |    ০৮:৩৩ পিএম, ২০২৫-১০-২২


চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর উদ্যোগে "মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" এই প্রতিপাদ্যকে নিয়ে আজ (৯ম বার) ২২ অক্টোবর (বুধবার) "জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫" উদযাপিত হয়েছে

দিবসটি উপলক্ষে বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, জেলা প্রশাসন ও সওজ কর্তৃক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আজ সকাল সোয়া ৯ টায় একটি বর্ণাঢ্য র্যালি নগরীর ইস্পাহানি মোড়স্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণ হতে শুরু হয়ে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গনে শেষ হয়। পরবর্তী চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিএমপির ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, ব্রাক, সাংবাদিক প্রতিনিধি, বিএনসিসি, রোভার স্কাউটস, সুশীল সমাজ এবং  সড়ক পরিবহন সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে মোটরসাইকেল দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আলোচনা সভা পরবর্তী চট্টগ্রাম জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের (০৯ জন) পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় এবং সর্বমোট ১৫ জন মোটরসাইকেল লাইসেন্সধারী চালককে বিনামূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহদ্দীন চৌধুরী, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ আবছা রহিম, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরীসহ অন্যান্যরা। 

আলোচনা সভা পরবর্তী নগরীর জিইসি মোড়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক একটি রোড ক্যাম্পেইন-এর মাধ্যমে পথচারী, চালক ও যাত্রীদের মাঝে লিফলেট, স্টিকার ও ব্রোশিয়ার বিতরণ করা হয়।