শিরোনাম
Passenger Voice | ০৩:১৭ পিএম, ২০২৫-১০-১৮
মোটরযানে হেডলাইট, দিক নির্দেশক (ইন্ডিকেটর) ও স্টপ লাইট ব্যবহারে আইন অনুযায়ী কারিগরি মান বজায় রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
সম্প্রতি বিআরটিএ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪০ ধারা এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর বিধি ৭৮ ও ৯৮ অনুসারে এসব সংকেত প্রদানের লাইটের রঙ, অবস্থান, দৃশ্যমান দূরত্ব, সংখ্যা ও বিস্তৃতি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
কিন্তু, সাম্প্রতিক সময়ে কিছু মোটরযানে এসব নিয়ম অমান্য করে অনুমোদনবিহীন বা পরিবর্তিত লাইট ব্যবহার করা হচ্ছে, যা সড়ক ও মহাসড়কে যান চলাচলের নিরাপত্তা ব্যাহত করছে। এটি প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এ পরিস্থিতিতে মোটরযানে সংকেত প্রদানের লাইট— যেমন হেডলাইট, দিক নির্দেশক (ইন্ডিকেটর) এবং স্টপ লাইট ব্যবহার করতে হবে কর্তৃপক্ষের নির্ধারিত কারিগরি নির্দেশনার (টেকনিক্যাল স্পেসিফিকেশন) আলোকে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত