৭ জুন থেকে গাড়ীর নিবন্ধন দিবে বিআরটিএ, বন্ধ থাকছে লাইসেন্সের কার্যক্রম

Samsuddin Chowdhury    |    ০৩:১২ এএম, ২০২০-০৬-০৫


৭ জুন থেকে গাড়ীর নিবন্ধন দিবে বিআরটিএ, বন্ধ থাকছে লাইসেন্সের কার্যক্রম

করোনার এই অদ্ভুত পরিস্থিতিতে গত ৩১ মে থেকে সীমিত আকারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সকল সার্কেল অফিস খোলা হলেও শুধু মাত্র ফিটনেস প্রদান কার্যক্রমটি চালু করা হয়েছিল।  এই সেবার পাশাপাশি আগামী ৭ জুন রবিবার থেকে যানবাহনের নিবন্ধন এর আবেদন গ্রহন করবে বিআরটিএ। 

তবে অবশ্যই সেটা হতে হবে অনলাইনে। বিআরটিএ সার্ভিস পোর্টাল বিএসপি (www.bsp.brta.gov.bd) এর মাধ্যমে মোটরযানের নিবন্ধন এর আবেদন গ্রহন করা হবে।

আর আপাতত বন্ধ থাকবে নতুন ড্রাইভিং লাইসেন্স প্রদান ও পরীক্ষা নেওয়া। এ সেবাগুলো পর্যায়ক্রমে চালু হবে। বৃহস্পতিবার সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসেও বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে চালু হয়েছে বিআরটিএ'র সব জেলা ও মহানগরের সার্কেল কার্যালয়। তবে সীমিত পরিসরে চলছে কার্যক্রম। শুধু গাড়ির ফিটনেট, রুট পারিমট ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন নেওয়া হচ্ছে। নতুন রেজিস্ট্রেশন ও লাইসেন্সের আবেদন নেওয়া হচ্ছে না।

দু'মাস বন্ধ থাকার কারণে বহু গাড়ির ফিটনেসের মেয়াদ ফুরিয়েছে। বহু চালকের লাইসেন্সের মেয়াদও শেষ হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত বিনা জরিমানায় এগুলো নবায়ন করা যাবে। ৩১ মে অফিস খোলার পর হাজারো মানুষ বিআরটিএ কার্যালয়গুলোতে ভিড় করেছেন ফিটনেস, লাইসেন্স নবায়ন করতে। অর্থ বছরের শেষ মাস হওয়ায় চলতি জুনে জমা দিতে হচ্ছে ট্যাক্স টোকেনের টাকাও। এজন্য ভিড় উপচে পড়া বিআরটিএ কার্যালগুলোতে।

তাই ভিড় এড়াতে গাড়ির রেজিস্ট্রেশনের আবেদন অনলাইনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিআরটিএ'র চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ইউছুব আলী মোল্লা। তিনি বলেন, সকল গাড়ির রেজিষ্ট্রেশন কার্যক্রম চালু করা হবে। এই ক্ষেত্রে মোটরসাইকেল অবশ্যই শোরুমের মাধ্যমে রেজিষ্ট্রেশনের আবেদন করতে হবে। প্রয়োজনে ৪০/৫০ টি গাড়ির রেজিষ্ট্রেশন এর আবেদন জমা হলে বিআরটিএর একজন মোটরযান পরিদর্শক অথবা সহকারী মোটরযান পরিদর্শককে শোরুমে পাঠিয়ে পরিদর্শনের ব্যবস্থা করা হবে। অন্য গাড়ি গুলো অনলাইনে রেজিষ্ট্রেশন এর আবেদন করতে পারবে। বিআরটিএ অনলাইন আবেদন গ্রহন করে পরিদর্শনের তারিখ জানিয়ে দেয়া হবে। নিদিষ্ট তারিখে শুধু মাত্র চালক গাড়িটি পরিদর্শন করাতে নিয়ে আসবে।

উল্লখ্য যে, মোটরযানের  ফিটনেস সনদ নবায়ন কার্যক্রম বিআরটিএ'র যেকোন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে সম্পন্ন করা যাবে। কাজেই  বিআরটিএ'র কোনো অফিসে ফিটনেস নবায়ন করতে গিয়ে অনেক ভিড় (জনসমাগম) দেখতে পেলে নিজের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় এনে  তা এড়িয়ে চলার জন্য নিকটবর্তী অপেক্ষাকৃত কম ভিড় (জনসমাগম) রয়েছে এরূপ অন্য অফিস  থেকে ফিটনেস নবায়ন করার জন্য বিআরটিএ চেয়ারম্যান  অনুরোধ করেছেন।