শিরোনাম
Passenger Voice | ০৪:৩৫ পিএম, ২০২৪-০৯-০৪
নানা অভিযোগের পর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গুরুত্বপূর্ণ তিনটি পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রেলওয়ে উপপরিচালক মো. আবরার হোসেনের সই করা এক চিঠিতে এ বদলির আদেশ দেওয়া হয়।
আদেশে চট্টগ্রাম আরএনবির কমান্ড্যান্টের দায়িত্বে থাকা মো. রেজওয়ান উর রহমানকে পাকশীতে, পাকশী আরএনবির দায়িত্বে থাকা মো. শফিকুল ইসলামকে ঢাকায় এবং ঢাকা আরএনবির কমান্ড্যান্টের দায়িত্বে থাকা মো. শহীদ উল্লাহকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।
‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে’ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বাহিনীর অভ্যন্তরে র্যাঙ্ক বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগের সম্প্রতি বিক্ষোভ করেছেন রেলওয়ে পূর্বাঞ্চল এবং পশ্চিমের আরএনবি সদস্যরা।
এর আগে ২৭ আগস্ট রেল ভবনের এক আদেশে চট্টগ্রাম রেল (পূর্ব) চিফ কমান্ড্যান্ট মো. জহিরুলের ইসলামকে রাজশাহীতে এবং রাজশাহীর আরএনবি চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলামকে চট্টগ্রামে বদলি করা হয়। কিন্তু গেল চারদিনেও পদ ছাড়েননি চিফ কমান্ড্যান্ট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2024 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত