আনসার-শিক্ষার্থী সংঘর্ষে আহত গাড়িচালকের মৃত্যু

Passenger Voice    |    ০৩:০৫ পিএম, ২০২৪-০৯-০৪


আনসার-শিক্ষার্থী সংঘর্ষে আহত গাড়িচালকের মৃত্যু

রাজধানীর সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত মো. শাহিন হাওলাদার (৪০) নামের এক গাড়িচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়েছে।

তার ছেলে মো. বিশাল বলেন, সচিবালয়ের সামনে আমাদের রেন্ট-এ-কারের অফিস রয়েছে, আমার বাবা গাড়ি চালাতেন। গত ২৫ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে সচিবালয়ের সামনে আনসার-শিক্ষার্থী সংঘর্ষে আমার বাবা আহত হয়। পরে (২৬ আগস্ট) ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তাকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আমার বাবা মারা যায়।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোংলা থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এদিকে, ময়নাতদন্ত ছাড়াই পরিবার শাহিন হাওলাদারের মরদেহ নিয়ে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।