শিরোনাম
Passenger Voice | ০২:৪৫ পিএম, ২০২৪-০৮-১৫
ঢাকায় ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীর খাবারে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মান্ডা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন এসএ টিভির ফেসবুক পেইজ এসএটিভি নিউজে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায়, এক যুবকের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তাকে রিক্সায় করে নিয়ে যাচ্ছেন অপর এক যুবক। পথিমধ্যে মুগদার আশ-শিফা ডায়াগস্টিক সেন্টারের সামনে পথচারীরা রিক্সা থামিয়ে জানতে চান, ‘কী হয়েছে?’
উত্তরে ওই যুবক বলেন, উনি রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। অপরিচিত এক ব্যক্তি ওনাকে বিরিয়ানি খেতে দিয়েছেন। ওই বিরিয়ানিতে বিষ ছিল।
এ সময় বিরিয়ানির একটি প্যাকেটও দেখান ওই যুবক। পথচারীরা তাকে বলেন, নিয়ে যান। দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ইতোমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ‘ভয়েস অব স্টুডেন্টস নামে’ একটি ফেসবুক গ্রুপেও ভিডিওটি পোস্ট করেছেন ইয়ামিন নামে একজন ফেসবুক ব্যবহারকারী।
তবে এই ঘটনার সত্যত্য যাচাই করা সম্ভব হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2024 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত