রাস্তায় ছাত্রদের দায়িত্ব পালন, মন ভালো করে দিচ্ছে তানজিকার

Passenger Voice    |    ০২:৫৯ পিএম, ২০২৪-০৮-১০


রাস্তায় ছাত্রদের দায়িত্ব পালন, মন ভালো করে দিচ্ছে তানজিকার

দেশের চলমান পরিস্থিতিতে পুলিশ কর্মবিরতিতে যাওয়ায় অনেক রাস্তায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে না। তাই বলে সে জায়গাটি অরক্ষিত নেই। দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন শিক্ষার্থীরা। গত কয়েক দিন সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নামেন তারা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে কাজ করছেন তারা। বিষয়টি মুগ্ধ করেছে দেশের সাধারণ জনগণ ও তারকাদের।

শিক্ষার্থীদের দায়িত্ববোধের প্রশংসা করে অভিনেত্রী তানজিকা আমিন লিখেছেন, রাস্তায় বের হলেই মন ভালো হয়ে যাচ্ছে তাঁর। ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই অভিনেত্রী লিখেছেন, ‘দিনের বেলায় রাস্তায় বের হলেই মন ভালো হয়ে যাচ্ছে।’ তাঁর এই স্ট্যাটাস নজর কেড়েছে অনেকের। মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা করেছেন শিক্ষার্থীদের এমন দায়িত্বশীল আচরণের।

২০০৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হন অভিনেত্রী ও মডেল তানজিকা আমিন। রুপালি পর্দা দিয়ে দেশের বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন। তাঁর অভিনীত প্রথম সিনেমার নাম ‘বকুল ফুলের মালা’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এই সিনেমায় এ অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন নায়ক রিয়াজ। এরপর নাটকে অভিনয় করলেও দীর্ঘদিন তাঁকে দেখা যায়নি সিনেমায়। 

দীর্ঘ বিরতির পর তাঁকে পাওয়া যায় ‘গহীনে গান’ সিনেমায়। মিউজিক্যাল ফিল্মটিতে একেবারে ভিন্নরূপে হাজির হয়েছিলেন তিনি। হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমায় ক্যামেরার পেছনের কাজ করেছেন তিনি। এরপর সেভাবে আর বড় পর্দায় দেখা না গেলেও ব্যস্ত আছেন ছোট পর্দা নিয়ে। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ তিন মাধ্যমেই তাঁর উপস্থিতি রয়েছে। আলোচিত ওয়েব সিরিজি ‘মহানগর টু’তে মিতু চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন দর্শক-সমালোচকের। ২০২৩ সালের অন্যতম আলোচিত ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আশফাক নিপুণ।