শিরোনাম
Passenger Voice | ০৫:১১ পিএম, ২০২৪-০৬-০৯
আম পরিবহনে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোমবার থেকে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চলাচল শুরু হবে। এদিন বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ট্রেনটি যাত্রা করবে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
আজ রোববার রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে স্পেশাল ট্রেনটি।’
তিনি বলেন, ‘রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীসহ ১৫টি স্টেশন থেকে আম তোলা হবে। রাত ২টা ১৫ মিনিটে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ঢাকায় পৌঁছাবে।’
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ বলেন, ‘ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এক কেজি আমের ভাড়া দিতে হবে এক টাকা ৪৭ পয়সা। রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত