শিরোনাম
Passenger Voice | ০২:৩৪ পিএম, ২০২৪-০২-১২
মেট্রোরেলের চাহিদা ও ভিড় বাড়ার প্রেক্ষাপটে বগি বাড়ানোর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোতে বগি বাড়ানোর সুযোগ নেই। মেট্রোরেল তো বাংলাদেশ রেলওয়ে না যে যখন-তখন বগি বাড়াবে। এটা তো একটা প্রযুক্তিগত বিষয়। পৃথিবীর কোথাও ৫টির বেশি বগি মেট্রোরেলে নেই। বাংলাদেশে ইতোমধ্যে ৬টি আছে। তবে চাহিদা যেহেতু বেড়েছে ১০ মিনিট থেকে ৮ মিনিট পরপর মেট্রোরেলে ট্রেন দেওয়া যায় কিনা সেটা নিয়ে কাজ চলছে। সোমবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিকে ‘নেই কাজ তো খই ভাজ’ হিসেবে অ্যাখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অ্যাকশনের এই কর্মসূচি। এটা যদি ইস্যুভিত্তিক হয়, তাহলে বলতে হয়- বিরোধী দল হিসেবে বিএনপি খাদের কতটা গভীরে চলে যাচ্ছে! আগে তো তারা খাদের কিনারায় ছিল, এখন গভীরে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি এখনও বড় রাজনৈতিক দল। তারা এখন নিষ্ক্রিয় আছে। তারা ভুল করেছে। এখন ভুল রাজনীতির চোরাবালিতে আটকে গেছে।
বিএনপির ১৩ জন নেতাকর্মী কারাগারে মৃত্যুবরণ করেছেন- দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে বলেন, যারা মারা গেছেন তারা কোথায় মারা গেলেন? কীভাবে মারা গেলেন? কোন জেলখানা বা কাস্টডিতে মারা গেলেন? অন্ধকারে ঢিল ছুড়লে তো হবে না।
তিনি বলেন, কথা বেশি না বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা যায় না। বিশ্ব পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। জনস্বার্থকে প্রাধ্যান্য দিয়েই কাজ করছে সরকার।
এর আগে সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। পরে সাংবাদিকদের রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত জানান, বৈঠকে বাংলাদেশে জ্বালানি, কৃষি, সড়ক ও সেতু সহ অবকাঠামো উন্নয়ন নিয়ে কথা হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত