শিরোনাম
Passenger Voice | ০৫:৫৮ পিএম, ২০২৩-১২-০৫
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক আহম্মেদকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। আজ ৫ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৩ টায় উপ-পুলিশ কমিশনার ট্রাফিকের কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
সড়ক পরিবহন সেক্টরের শ্রমিকবান্ধব কর্মকর্তা হিসেবে এই উপ-পুলিশ কমিশনারের পরিচিতি রয়েছে। পদোন্নতি প্রাপ্তিতে সড়ক-মহাসড়কে পণ্য পরিবহন শ্রমিকদের জাতীয় ভিত্তিক একমাত্র সংগঠন 'বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন' চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এই সময়ে ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ্, শাখা কমিটির সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফারুক, কার্যকরী সভাপতি জয়নাল খান লাদেন, সিনিয়র সহসভাপতি বাহার মিয়া, সহসভাপতি মো. হানিফ, সাংগঠনিক সম্পাদক সফি উল্যাহ্, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক ইদ্রিস বাহাদুর, শ্রমিককল্যাণ সম্পাদক মো. হাছান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2024 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত