শিরোনাম
Passenger Voice | ০৪:৪৮ পিএম, ২০২৩-১১-২০
সাতকানিয়ায় পার্কিংয়ে রাখা তিনটি বাস আগুনে পুড়ে গেছে। বাসে কিভাবে আগুন লেগেছে তা জানতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। সোমবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দুটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করতো।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, সাতকানিয়া মডেল মসজিদের একটু দক্ষিণে পুড়ে যাওয়া বাসগুলো মালিকের নিজস্ব ডিপোতে ছিল। ওখানে পাহারাদার ছিল, তারা কিছু বলতে পারছে না। কীভাবে আগুন লেগেছে তা আমরা তদন্ত করে দেখছি।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, ভোর ৪টা ৫ মিনিটে আমরা খবর পেয়েছি। আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা বলা যাচ্ছে না।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2025 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত