শিরোনাম
Passenger Voice | ০১:১১ পিএম, ২০২৩-১১-১৯
কুমিল্লায় রাতের আঁধারে রেললাইনের নাটবল্টু খুলে নিয়ে যাওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। ৩০ অক্টোবর রাতে কুমিল্লার ময়নামতি রেল স্টেশন এলাকার আপ ক্রসিংয়ের লুব লাইন ১ ও ৪ থেকে আট সেট স্লাইড চেয়ার প্লেট, লক প্লেট, টি বোল্ট কে ক্লিপ উইথ নাট, ৪৮৮ পিস স্ক্রু স্পাইক কেউ খুলে নিয়ে যায়। এরপর বুধবার (১৫ নভেম্বর) ও শুক্রবার (১৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
কুমিল্লা রেল স্টেশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লিয়াকত আলী মজুমদার বলেন, কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটছে। এভাবে চলতে থাকলে যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার পর আমরা পুনরায় সব যন্ত্র লাগিয়েছি। আরও যা যা ব্যবস্থা নেওয়ার সব করেছি। বার বার লাইন চেক করা হচ্ছে।
লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদুল্লাহ বাহার বলেন, সম্প্রতি কয়েকটি স্থানে রেললাইনের নাট বল্টুসহ যন্ত্রাংশ খুলে নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আরেক মামলার প্রস্তুতি চলছে। আমরা টহল বাড়িয়েছি। কিছু এলাকায় কঠোর নজর রাখছি। পরে যন্ত্রাংশ লাগানো হয়েছে। এখন ঝুঁকি নেই।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত