শিরোনাম
Passenger Voice | ১২:০৬ পিএম, ২০২৩-১১-১৯
দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন থেকে গত কয়েকদিনের মতো ট্রেন ছাড়তে আজও বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে। ট্রেন বিলম্ব হওয়াতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনে থাকা অন বোর্ড স্ক্রিনে দেখা গিয়েছে, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) সকাল ১০টা মিনিটে স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায়নি। তবে ট্রেনটি ৭ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষায় আছে; কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ট্রেন সকাল ১০টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি এখনো ছাড়েনি কিন্তু প্ল্যাটফর্ম নম্বর এক দেওয়া হয়েছে; সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) বেলা ১১টা ১৫ মিনিটে ছাড়ার কথা তবে সেটিও ছাড়েনি; তারাকান্দিগামী অগ্নিবাণ এক্সপ্রেস (৭৩৫) ট্রেন বেলা সাড়ে ১১টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়া সম্ভব্য সময় দেওয়া হয়েছে দুপুর ১টা ৫ মিনিটে। এই একটি ছাড়া বাকি ট্রেনগুলো কখন ছাড়তে পারে সে বিষয়ে কোন সম্ভাব্য সময় জানানো হয়নি।
এদিকে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী মাহমুদুল হাসান বলেন, রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেনটি ২ ঘণ্টা ২ মিনিট বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে গেল। ট্রেনে ভ্রমণ নিরাপদ হলেও এখন এটি ভোগান্তি হয়ে গেছে।
বিষয়টি জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমাদের প্রত্যেকটা ট্রেন ৪/৫দিন ধরে দেরিতে যাচ্ছে। বিভিন্ন জায়গায় রেললাইনের সিগন্যাল মোটর পরিবর্তন করা হচ্ছে। ফলে শিডিউল টাইমে ট্রেনগুলো ঢাকায় না পৌঁছাতে পারার কারণে ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত