শিরোনাম
Passenger Voice | ১১:০৮ এএম, ২০২৩-০৮-২৪
গাইবান্ধা শহরের জিরো পয়েন্টে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় বিপ্লব ইসলাম নামে এক ট্রাফিক সদস্য নিহত হয়েছেন। তিনি জেলা ট্রাফিক পুলিশের একজন সদস্য ছিলেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর ৬টার দিকে বড় মসজিদ এলাকায় জিরো পয়েন্টে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা।
ওসি জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে শহরের জিরো পয়েন্টে ট্রাফিক সদস্য বিল্পব মোটরসাইকেল চালিয়ে আসতেছিলো। এসময় অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। নিহত বিপ্লব ইসলাম জেলা ট্রাফিক পুলিশের কর্মরত ছিলেন।
তিনি জানান, ঘাতক ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে যায়। চালকসহ ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2024 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত