শিরোনাম
Passenger Voice | ০৪:৫৭ পিএম, ২০২৩-০৬-০৮
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি সরকার তাদের শাসনামলে রেলের ১০ হাজার কর্মী বিতাড়িত করে রেলকে পরিত্যক্ত করেছিল। প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থার সৃষ্টি করেছিল। শেখ হাসিনার সরকার সেই রেলকে পুনর্জন্ম দিয়েছে। নতুন নতুন রুট ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রেলকে কার্যকর প্রমাণ করেছে। দ্রুত রেলের উন্নয়ন হচ্ছে।
আজ বৃহস্পতিবার (০৮ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে আম পরিবহনের জন্য রেলের বিশেষ সেবা ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পদ্মা সেতু দিয়ে এ বছরের সেপ্টেম্বরেই ট্রেন চলবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুর পাশে যমুনা নদীর ওপরে নতুন রেলসেতুর কাজ চলছে। আগামী বছর পঞ্চগড়-যশোহর রেলরুট চালু হবে।
মঙ্গলা বন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ কাজ এ বছরই শেষ হবে। ট্রেন শুধু দেশের ভেতরেই নয়, এখন প্রতিবেশী দেশেও যাত্রী ও পণ্য পরিবহন করে। বাংলাদেশ-ভারত পথে রেলের ৫টি স্থানে সংযোগ রয়েছে। এ বছর আখাউড়া-আগরতলা নতুন সংযোগ চালু হবে।
টানা চতুর্থ মৌসুমের মতো চালু হওয়া ট্রেনের উদ্বোধনে তিনি বলেন, ট্রেন সাধারণ মানুষের বাহন। ছাত্র, কৃষক, শ্রমিকের পরিবহন। তাই বিগত দিনগুলোতে সকল পরিবহনের ভাড়া বাড়লেও ট্রেনের ভাড়া বাড়েনি। কারণ কিভাবে জনগণকে সেবা দেওয়া যায় তা দেখতে হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত রেলের খোঁজ রাখেন।
তিনি এ অঞ্চলের আম সাশ্রয়ী খরচে পরিবহনের জন্য এই ট্রেন উদ্বোধন করতে আমাকে পাঠিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে। এই ট্রেনের মাধ্যমে মানুষ উপকৃত হবে এটাই সকলের প্রত্যাশা।
স্থানীয়দের দাবি নিয়ে তিনি বলেন, এখন থেকে ট্রেনে ১১/১২টি বগির স্থলে ১৬টি করে বগি থাকবে। চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় প্লাটফর্মে শেড হবে এ বছরই। জেলার নাচোলসহ অনান্য স্টেশনের উন্নয়ন করা হবে। সদর উপজেলার আমনুরায় রেলের বৃহৎ অবকাঠামো গড়ে তোলা হবে।
মন্ত্রী বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে বলেন, তারা আবার ষড়যন্ত্রে মেতেছে। জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলার মাটিতে যেন তারা আবার মাথা চাঁড়া দিতে না পারে।
বাংলাদেশ রেলওয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ও জেলা আ. লীগ ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের এমপি ও জেলা আ. লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ও পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত