শিরোনাম
Passenger Voice | ০২:৫৭ পিএম, ২০২৩-০৬-০৮
ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এইচএসসি বা এ লেভেল পাস প্রার্থীদের ট্রেইনি বিমান রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে নিয়োগ দেবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অর্থায়নে ইএএসএ পার্ট ১৪৭ প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠানো হবে।
যেসব যোগ্যতা থাকতে হবে : বাংলাদেশি নাগরিক হতে হবে। বয়সসীমা ২২ বছর। একাডেমিক (কোন জিইডি নেই)। এসএসসিতে পদার্থবিদ্যা, গণিত এবং রসায়নে ৪.৫ সহ জিপিএ ৪.৫ থাকতে হবে।
এইচএসসিতে পদার্থবিদ্যা, গণিত এবং রসায়নে ৪.৫ সহ জিপিএ ৪.৫ পাস পয়েন্ট থাকতে হবে। শরীরের ওজন এবং উচ্চতার ক্ষেত্রে বিএমআই চার্টকে অগ্রাধিকার দেওয়া হবে।
দৃষ্টিশক্তি: ৬/৬ থাকতে হবে। ধূমপায়ী ও মদ্যপানকারীরা আবেদন করতে পারবেন না। অবিবাহিত হতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন
এখানে https://tame.usbair.com/?fbclid=IwAR37q4NY_h-5ENRDTASQP88YZu2D2gCn01dY9YLgLgB5PdKadYehiVi9N3M।
আবেদনের শেষ তারিখ : ২৪ জুন, ২০২৩
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ২০০,০০০ টাকা। এছাড়াও দুইটি উৎসব ভাতা, তহবিল, চিকিৎসা বীমা, ডিউটি রোস্টার অনুসারে খাবার, বিনামূল্যে বিমান টিকিট ও প্রফিট শেয়ার।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত