শিরোনাম
Passenger Voice | ০১:৩১ পিএম, ২০২৩-০৬-০৭
ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের ছয় জেলায় নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিধপ্তর।
আজ বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ সতর্কতা দেয়া হয়।
পূর্বাভাসে বলা হয়েছে- বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের চার পর্যবেক্ষণাগার এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যান্য অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। প্রায় সারাদেশের এমন তাপদাহের মধ্যে চার বিভাগে মিলেছে বৃষ্টির আভাস।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত