শিরোনাম
Passenger Voice | ০৩:৩৪ পিএম, ২০২৩-০৩-২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্ভার হ্যাক করা হলেও কেউ চাঁদা দাবি করেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
তিনি জানান, হ্যাকাররা সার্ভারের ভেতরে ঢুকতে পারেনি, তথ্য নিতে পারেনি। তাই বিমানের কার্যক্রমেও কোনো ক্ষতি হয়নি।
আজ রোববার (২৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘মুজিবের বাংলাদেশ’ স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
সার্ভার সুরক্ষায় গাফিলতি ছিল কি-না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গাফিলতি না থাকলে এমনটা হতো না। কোথাও না কোথাও তো সেটা থাকবেই।
তিনি বলেন, এ নিয়ে সাইবার নিরাপত্তাসহ আমাদের দুটি বিশেষজ্ঞ দল কাজ করছে। কাজ শেষে তারা বিস্তারিত বলতে পারবে।
‘মুজিবের বাংলাদেশ’ স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. মাহবুব আলী। তিনি বলেন, বিমানের ফ্লাইট বিশ্বের বড় বড় সব বিমানবন্দরে যাবে। সে জন্য বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা বৃদ্ধি করছি। বিমানের বহরে অত্যাধুনিক উড়োজাহাজগুলো যোগ হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও মুজিব শতবর্ষ উপলক্ষে গঠিত জাতীয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কামাল আব্দুল নাসের চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত