শিরোনাম
Passenger Voice | ১২:৫৫ পিএম, ২০২৩-০৩-২৬
মৌলভীবাজার রাজনগর উপজেলার কয়েক লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিতভাবে নির্মিত একটি বক্স কালভার্ট। নিচু করে নির্মিত এই কালভার্টটির কারণে বর্ষাকালে যাতায়াতের একমাত্র মাধ্যম কাউয়াদিঘি হাওড় দিয়ে নৌকায় মালামাল পরিবহন করা সম্ভব হচ্ছে না। তবে সমস্যা সমাধানে পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস সড়ক ও জনপথ অধিদফতরের।
মৌলভীবাজারের হাওড় কাউয়াদিঘি বেষ্টিত রাজনগর উপজেলায় কয়েক লাখ মানুষের বসবাস। বর্ষার ছয় মাস এ অঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। গত বছর মৌলভীবাজার সড়ক বিভাগ মৌলভীবাজার-বালাগঞ্জ সড়কের কাওয়াদিঘি হাওড়ের পূর্ব পাড়ের মেদিনীমহল এলাকায় পুরোনো ঝুঁকিপূর্ণ একটি কালভার্টের পাশে নতুন আরেকটি বক্স কালভার্ট নির্মাণ করে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নিচু করে নির্মাণ করায় হাওড়পাড়বাসী এই পথে নৌকা নিয়ে আসা-যাওয়া করতে পারছেন না। এতে পণ্য পরিবহনসহ ব্যাহত হচ্ছে যোগাযোগব্যবস্থা। একইভাবে এ বক্স কালভার্টের কারণে বুড়বুড়িয়া ছড়া খাল দিয়ে উজানের পানি হাওড়ে যেতে পারছে না। এতে সামান্য বৃষ্টিতে প্রতিবছর হাওড়পাড়ের উজান অংশের আমন ধান পানিতে তলিয়ে যায়।
এর প্রতিবাদে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। অবিলম্বে এ বক্স কালভার্টটি অপসারণ করে নৌকা চলাচল উপযোগী নতুন ব্রিজ নির্মাণের দাবি তাদের।
সদর উপজেলা হাওড় রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রাজন আহমদ জানান, বোরো ধান কাটা শুরু হলেই লোকজনের দুর্গতি শুরু হবে। এ দুর্গতি থেকে বাঁচাতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া দরকার।
মৌলভীবাজার সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন জানান, ঢাকার ইঞ্জিনিয়ারের সিদ্ধান্ত অনুযায়ী এ কালভার্ট নির্মিত হয়েছে। তবে স্থানীয়দের সুবিধা বিবেচনায় দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।
সড়ক বিভাগের দেয়া তথ্যমতে, প্রায় এক কোটি টাকা ব্যয়ে বুড়বুড়িয়া ছড়ার ওপর মৌলভীবাজার-বালাগঞ্জ সড়কের এ বক্স কালভার্টটি নির্মাণ করা হয়।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত