হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

Passenger Voice    |    ১২:৩৮ পিএম, ২০২৩-০৩-২৬


হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ। তবে অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে দুই দেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

রোববার (২৬ মার্চ) সকাল থেকে বন্দরটি দিয়ে পণ্যবোঝাই কোনো ট্রাক দেশে প্রবেশ করেনি। এতে বন্ধ রয়েছে বন্দরে সব ধরনের মালামাল লোড-আনলোড। সোমবার (২৭ মার্চ) থেকে আবারও ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, রোববার সরকারি ছুটি হওয়ায় সকাল থেকে বন্ধ রয়েছে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাপ মল্লিক জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য যেমন বন্ধ রয়েছে, সেই সঙ্গে বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম। তবে সোমবার সকাল থেকে যথারীতি শুরু হবে বন্দরের সব বাণিজ্যিক কার্যক্রম।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানায়, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও অন্যান্য দিনের মতো আজও স্বাভাবিক রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার সেবা।

প্যা/ভ/ম