শিরোনাম
Passenger Voice | ১২:৩১ পিএম, ২০২৩-০৩-২৩
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁদপুর সার্কেলে একইদিনে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের (ডিসিটিবি) পরীক্ষা গ্রহণ ও ফিঙ্গার প্রিন্ট নেওয়ার কার্যক্রম চালু হয়েছে। যার ফলে এখন থেকে খুব দ্রুত সময়ের মধ্যে সেবা নিতে পারবেন লাইসেন্সের জন্য আবেদনকারীরা। আগে এর জন্য সময় লেগেছে এক থেকে দুই সপ্তাহ।
বুধবার একইদিনে ডিসিটিবি পরীক্ষা ও ফিঙ্গার প্রিন্ট কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। উপস্থিত ছিলেন ডিসিটিবির সদস্য সচিব মো. আফজাল হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিআরটিএ চাঁদপুরের পরিদর্শক আফজাল হোসেন জানান, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজীকরণের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ও চেয়ারম্যান (বিআরটিএ) নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ডিসিটিবি পরীক্ষা ও একই দিনে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার কার্যক্রম চালুর ফলে গ্রাহকের ভোগান্তি লাঘব এবং লাইসেন্স পেতে আর কোনো সমস্যা থাকবে না।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত