শিরোনাম
রিয়াজুল-বারীকে প্রত্যাহার না করলে আগামীতে কঠোর আন্দোলন
Passenger Voice | ০৫:২২ পিএম, ২০২৩-০৩-২০
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) রিয়াজুল ইসলাম ও মোটরযান পরিদর্শক আব্দুল বারীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিআরটিএ একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অবৈধভাবে টাকা উপার্জনের জন্য এই দুই কর্মকর্তা বেমালুম ভুলে গেছেন তাদের দায়িত্ব ও কর্তব্য। তারা টাকার মোহে নীতি নৈতিকতা, বিধি-বিধান উপেক্ষা করে বেপরোয়া হয়ে উঠেছেন। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটি এখন যেন ‘কসাইখানায়’ পরিণত হয়েছে।
বিআরটিএর পরিচালক (প্রশাসন) আজিজুর রহমান প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, আমরা বিষয়টি তদন্তের জন্য উপপরিচালক (প্রশাসন) আব্দুর রাজ্জাক কে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআরটিএ ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ২০২২ সালের ২ অক্টোবর মেট্রো আরটিসির সভায় সিদ্ধান্ত উপেক্ষা করেছেন সহকারী পরিচালক (ইঞ্জি.) রিয়াজুল ইসলাম ‘সিলেট জেলার ঠিকানায় রেজিস্ট্রেশনকৃত অটোরিকশার মালিকানা মেট্রো ঠিকানায় করেছেন। প্রতিটি অটোরিকশা থেকে ৬০ থেকে ৭০ হাজার টাকা ঘুষ আদায় করেছে মোটরযান পরিদর্শক আব্দুল বারী, রিয়াজুল ইসলাম ও দেলোয়ারের সিন্ডিকেট। মালিকানা বদলির বিষয়টি সিলেট অটোরিকশার মালিক-শ্রমিকরা জানতে পারলে তোলপাড় সৃষ্টি হয় এবং প্রতিবাদ করেন। ওই দুই কর্মকর্তা রেজিস্ট্রেশন, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের মালিকানা বদলিসহ বিভিন্ন সেবা গ্রহণকালে নানা অজুহাতে মালিক ও পরিবহন শ্রমিকদের হয়রানি করে থাকেন। টাকা না দিলে সেবাগ্রহীতাদের বার বার হাঁটান।
বক্তারা আরো বলেন, গত তিন মাসে আনুমানিক ১ হাজার অটোরিকশার মালিকানা বদল করে টাকার পাহাড় গড়ে তুলেছেন এই কর্মকর্তারা।
মানববন্ধনে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিমের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব মিয়া (মবু), সাংগঠনিক সম্পাদক আবুল হাছনাত, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য সাহেদ আহমদ, সিএনজিচালিত অটোরিকশার মালিক সমিতির সভাপতি শাহ দেলোয়ার হোসেন, শ্রমিক ইউনিয়নের (রেজি নং ৭০৭) সাধারণ সম্পাদক আজাদুর রহমান।
আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ট্রাক শ্রমিক ইউনিয়ন, থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন অটোটেম্পো, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদ ও বিভিন্ন উপকমিটির নেতারা।
এদিকে সকালে মানববন্ধন পরবর্তীতে শ্রমিক নেতারা সিলেটের জেলা প্রশাসকের বরাবরে বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) রিয়াজুল ইসলাম ও মোটরযান পরিদর্শক আব্দুল বারীর প্রত্যাহার জানিয়ে স্মারকলিপি দিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত