ওমরাহ থেকে ফিরে ৮ মাসের অন্তঃসত্ত্বা মাহির ঠাঁই হলো কারাগার

Passenger Voice    |    ০৫:০৬ পিএম, ২০২৩-০৩-১৮


ওমরাহ থেকে ফিরে ৮ মাসের অন্তঃসত্ত্বা মাহির ঠাঁই হলো কারাগার

গত বছরের ১২ সেপ্টেম্বর মা হতে যাওয়ার খবর জানান চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর চলতি বছরের ফেব্রুয়ারির শুরু দিকে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন আর আড়াই মাস পরেই তার সন্তান ভূমিষ্ঠ হতে পারে।

প্রথমবারের মতো মা হওয়ার অপেক্ষায় তিনি। সন্তান ভূমিষ্ট হওয়ার আগে মক্কা শরিফ দেখার ইচ্ছা হয়েছিল নায়িকার। তাইতো গত ৭ মার্চ স্বামী রাকিব সরকারকে নিয়ে ওহরাহ করতে গিয়েছিলেন তিনি। তবে ওমরাহ করে দেশে ফিরে বাড়িতে নয় কারাগারে জায়গা হলো ৮ মাসের অন্তঃসত্ত্বা মাহির।

ওমরাহ পালন শেষে দেশে ফিরলে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় বিমানবন্দর এলাকা থেকে শনিবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারের পর মাহিকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে একই মামলায় পলাতক রয়েছেন তার স্বামী রাকিব সরকার।

এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

এদিকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুক লাইভে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এই চিত্রনায়িকা। সৌদি আরব থেকে করা সেই ফেসবুক লাইভে মাহি বলেন, ‘হতে পারে আমি দেশে আসার সঙ্গে সঙ্গে হয়তবা আমরা অ্যারেস্ট হতে পারি। যা হবার হবে, আমরা ফেস করব।’

এদিকে এবারের ওমরাহ পালনের উদ্দেশ্যে জানিয়ে সংবাদমাধ্যমকে মাহি বলছিলেন, কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে। আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরিফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।

প্যা/ভ/ম