শিরোনাম
Passenger Voice | ০৩:০৫ পিএম, ২০২৩-০৩-১৪
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মুক্তিযুদ্ধের অসাধারণ ও দুর্লভ সব ছবির চিত্রগ্রাহক, প্রবীণ ফটোসাংবাদিক জালাল উদ্দিন হায়দার আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ফটোসাংবাদিকের ছেলে নিজাম উদ্দিন হায়দার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদের পক্ষ থেকে এই কিংবদন্তির প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়।
১৯৪১ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন জালাল উদ্দীন হায়দার। যশোর জেলা স্কুল থেকে মাধ্যমিক ও পরবর্তী সময়ে ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ১৯৬৫ সালে ঢাকায় আসেন জালাল উদ্দীন হায়দার। এরপর তিনি দৈনিক পয়গাম দিয়ে ফটোসাংবাদিক হিসেবে চাকরিজীবন শুরু করেন। তিনি সর্বশেষ দৈনিক জনকণ্ঠে কাজ করেছেন।
এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত