একুশের প্রথম প্রহরে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন

Passenger Voice    |    ১০:৪০ এএম, ২০২৩-০২-২১


একুশের প্রথম প্রহরে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ইমরানুল আজিম চৌধুরী, সভাপতি সুজয় মজুমদার, সহ-সভাপতি সজিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সম্পাদক ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক মোমেনা আক্তার দিনা, কার্যনির্বাহী সদস্য নয়ন কুমার বর্মন।

১৯৫২ সালের এ দিনে ১৪৪ ধারা ভেঙে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন। তাদের সাহসিকতা ও বুকের তাজা রক্তের বিনিময়ে ওই দিন মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছিল বাঙালি জাতি।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো—‘বহুভাষায় শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষাব্যবস্থা রূপান্তরের প্রয়োজনীয়তা’


প্যা/ভ/ম