শিরোনাম
Passenger Voice | ১১:৫২ এএম, ২০২৩-০১-০৮
বাগেরহাটের মোংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ও সাংবাদিক এমএ মোতালেব ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন।
শনিবার (০৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকায় বড় মেয়ের বাড়িতে তিনি মারা যান।
স্বজনরা জানান, শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘ ২০-২২ দিন ধরে ঢাকায় চিকিৎসার জন্য অবস্থান করছিলেন। হাসাপাতালে চিকিৎসা নিয়ে শারীরিকভাবে কিছুটা সুস্থও হয়েছিলেন। এরপর আবার অসুস্থ হলে তিনি মেয়ের বাড়িতে ওঠেন। শনিবার (০৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তিনি সেখানে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাতেই মরদেহ মোংলার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। রোববার (০৮ জানুয়ারি) মোংলায় তার জানাজা শেষে মোংলা পৌর কবরস্থানে দাফন করা হবে।
মরহুম এমএ মোতালেব সাংবাদিকতায় দীর্ঘদিন দৈনিক প্রথম আলো পত্রিকায় মোংলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বাঞ্চল মোংলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি মোংলা বন্দরের একজন ব্যবসায়ী হিসেবে মোংলা বন্দর কাস্টমস ভেন্ডর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি মোংলা পৌর শহরের বাতেন সড়কে।
মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এমএ মোতালেবের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত