শিরোনাম
Passenger Voice | ১১:৫০ এএম, ২০২৩-০১-০৪
সাংবাদিকতায় ‘হুজ হু বাংলাদেশ ২০২২’ অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি পাচঁতারকা হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পদক দেয়া হয়।
শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সাংবাদিকতায় ১২ গুণীজন এবং একটি প্রতিষ্ঠানকে এবারের পুরস্কার প্রদান করা হয়।
পদকপ্রাপ্তরা হলেন- শিক্ষায় সৈয়দ মনজুরুল ইসলাম, শিল্প ও সংস্কৃতিতে রুনা লায়লা, সাংবাদিকতায় ইহসানুল করিম, শিল্প ও সাহিত্যে ড. অগাস্টিন ক্রুজ, সামাজিক কর্মকাণ্ডে সমাজ সেবক কাজী রফিকুল আলম, ক্রীড়ায় সাবরিনা সুলতানা, কৃষিতে লায়ন কোহিনুর কামাল, শিল্প-বাণিজ্যে এসএস গ্রুপের স্বত্ত্বাধিকারী মু. আবু সাদেক, উদ্যোক্তায় স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির ম্যানেজিং পার্টনার সুলাইমান এস আযানী, নারী উদ্যোক্তায় নাসিমা আক্তার নিশা, পেশাজীবী বিভাগে অধ্যাপক ড. মো. শরফুদ্দিন আহমেদ, আজীবন সম্মাননা শিল্পী রফিকুন নবী এবং প্রাতিষ্ঠানিক সম্মাননা পেয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। হুজ হু বাংলাদেশের প্রধান নির্বাহী নাজিনুর রহিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হুজ হু ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ সারা বিশ্বের অনুসরণীয় গুণীজনদের পদক প্রদান ও সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করে আসছে। এ পর্যন্ত সারা বিশ্বে ৩৩ হাজার গুণীজনের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করেছে সংস্থাটি।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত