আবুধাবি বিমানবন্দরে ৪৭ লাখ যাত্রীর গন্তব্যে যাত্রা

Passenger Voice    |    ১০:৪৫ এএম, ২০২২-১১-২৯


আবুধাবি বিমানবন্দরে ৪৭ লাখ যাত্রীর গন্তব্যে যাত্রা

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আবুধাবি বিমানবন্দরে যাত্রী পরিবহন আগের বছরের একই সময়ের তুলনায় ২৫০ শতাংশ বেড়েছে। এ সময়ে মোট ৪৭ লাখ যাত্রী এ বিমানবন্দরের মাধ্যমে তাদের গন্তব্যে যাত্রা করেছে। যেখানে ২০২১ সালের একই সময়ে আবুধাবি বিমানবন্দরে যাত্রী চলাচলের পরিমাণ ছিল ১৩ লাখ। সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবুধাবি বিমানবন্দরের অধীনে দেশটির আবুধাবি ইন্টারন্যাশনাল, আল আইন ইন্টারন্যাশনাল, আল বাতিন এক্সিকিউটিভ, ডেলমা আইল্যান্ড ও স্যার বানি ইয়াস আইল্যান্ড বিমানবন্দরগুলো পরিচালিত হয়ে থাকে। তৃতীয় প্রান্তিকে এসব বিমানবন্দরের উল্লেখযোগ্য যাত্রী চলাচলের পরিসংখ্যানই ওই প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৮২ হাজার ১১৪ জন যাত্রী এ পাঁচ বিমানবন্দর ব্যবহার করেছেন।


প্যা/ভ/ম