চট্টগ্রামে রেলওয়ে স্ক্রাব কলোনীর মাদক আস্তানা উচ্ছেদের দাবিতে মানবন্ধন

Passenger Voice    |    ০৫:৫৫ পিএম, ২০২২-১১-২৮


চট্টগ্রামে রেলওয়ে স্ক্রাব কলোনীর মাদক আস্তানা উচ্ছেদের দাবিতে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক ।। চট্টগ্রামের  পাহাড়তলী রেলওয়ের ভূমিতে গড়ে উঠা মাদকের স্পট উচ্ছেদের দাবিতে চটগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।গতকাল রোববার দুপুরে   চট্টগ্রাম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন  পাহাড়তলী রেলওয়ে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী। এসময়  খুব দ্রুত সময়ের মধ্যে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদক, চুরি ছিনতাইয়ের আতুরঘর স্ক্রাব কলোনীকে উচ্ছেদ করবেন বলে আশ্বাস প্রদান করেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান।

স্মারকলিপিতে বলা হয় পাহাড়তলীর রেলওয়ে ভূমিতেই চট্টগ্রাম শহরের সর্ববৃহৎ উন্মুক্ত মাদকের আখড়া। যেখানে দিনে রাতে এক তালে চলছে মাদক ব্যবসা। শুধু তাই নয় মাদক ব্যবসায়ীদের ছত্রছায়ায় বিভিন্ন স্থান থেকে চুরি করে আনা মালামাল কেনা বেচার জমজমাট হাট বাজারে রূপ নিয়েছে পাহাড়তলীর পুলিশ বিট মোড়স্থ রেলওয়ের স্ক্রাব কলোনী।

সিএমপি’র তিনটি থানার মোড় এই রেলওয়ে ভূমি স্ক্রাব কলোনী। যেকারণে প্রতিনিয়ত প্রশাসনিক বল প্রয়োগে নানা জটিলতার সুযোগ নিয়ে রেল পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এলাকার যুবসমাজ বিনষ্ট করার কারখানায় রূপ নিয়েছে এই অবৈধ কলোনী।

এই কলোনীর অবৈধ মাদক ব্যবসায়ী চোর সিন্ডিকেটকে নিধন করতে গিয়ে এই যাবৎ বেশ কয়েকবার হামলা অঙ্গহানীর শিকার হয়েছেন ্যাব, গোয়েন্দা পুলিশ সাংবাদিক সহ অনেকেই। কলোনীটির উত্তর পাশে থাকা খাল, পূর্ব পাশে থাকা রেলওয়ের স্ক্রাব সেল ডিপোর উচু প্রাচীর, দক্ষিণ পাশে থাকা বিস্তির্ণ রেললাইন যেনো অনেকটা ভৌগলিক বেষ্টনীতে আবদ্ধ করে ভিন্ন একটি জগতের রূপ দিয়ে রেখেছে এই স্ক্রাব কলোনীকে। বহুবার রেলভূমিতে অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে সংরক্ষণ করার কথা থাকলেও কোনো এক অজানা কারণে তা আর হয়ে উঠেনি।

এসময় প্রীতিলতা স্মৃতি সংরক্ষণ কমিটির আহবায়ক মহিন উদ্দিন, সদস্য সচিব লিটন চৌধুরী রিংকু, মাস্টার মাস্টারলাইন সমাজ কল্যানের সাবেক সহ সভাপতি ইউছুফ রশীদি, সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সাগর, হাসপাতাল কলোনী মন্দির কমিটির সভাপতি বিষ্নু দাশ, যুব নেতা বিপ্লব দাশ, যুব নেতা জাবেদ হোসেন, ছাত্র নেতা শরীফুদ্দিন সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিভি/জেএম/ডেস্ক