সিলেটে রাস্তায় অবস্থান নিয়ে সাংবাদিকদের বিক্ষোভ

Passenger Voice    |    ০৫:৪১ পিএম, ২০২২-১১-২৮


সিলেটে রাস্তায় অবস্থান নিয়ে সাংবাদিকদের বিক্ষোভ

সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্বর্ণ ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন ব্যবসায়ীরা। এ ঘটনার প্রতিবাদে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ অক্টোবর নগরীর লালাদিঘীরপাড় এলাকার বাসিন্দা সাংবাদিক আশরাফুল কবীর ও গৃহিনী শাহানা আক্তার দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে ২১ লাখ টাকা মূল্যের ২৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদের চুরির কথা স্বীকার করেন তিনি।  সোমবার গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে পুলিশ স্বর্ণ উদ্ধারের অভিযানে নামে। তখন চোরকে সঙ্গে নিয়ে নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটের একটি জুয়েলার্সে তল্লাশি চালায় পুলিশ। এসময় অভিযানের সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের সঙ্গে ওই মার্কেটের স্বর্ণ ব্যবসায়ীদের কথা কাটাকাটি হয়। এরপর স্বর্ণ ব্যবসায়ীরা সাংবাদিকদের ওপর হামলা চালান। পরে ঘটনার প্রতিবাদ জানাতে মার্কেটের সামনের সড়কে অবস্থান নিন সাংবাদিকরা। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ মাহমুদ বলেন, চোরাই স্বর্ণ উদ্ধারে অভিযান চলাকালে ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি মিটমাট করে দেওয়ার চেষ্টা চলছে।

প্যা/ভ/ম