শিরোনাম
News Desk | ০১:২৪ পিএম, ২০২২-১০-০৪
কুকুরের কিছু কিছু কাণ্ড দেখলে অবাক হওয়া লাগে। বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। এই সময় বহু কিছু আমাদের সামনে আসে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে শুধু মানুষের নয়, নানা জীব জন্তুর ভিডিও ভাইরাল হয় এর মাধ্যমে। সম্প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গেল একদল কুকুরের দল। টুইটারে আপলোড করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে ‘স্কুল বাসের অপেক্ষায় তারা’!
বিটেঞ্জবিডেন নামের প্রোফাইল থেকে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে, এক সঙ্গে বসে আছে অনেকগুলো কুকুর। পিঠে নানা রকমের স্কুলব্যাগ। কোনো ব্যাগে বিখ্যাত ব্র্যান্ডের লোগো, আবার কোনোটিতে মিকি মাউসের ছবি। একটি কুকুরের মাথায় তো আবার ক্যাপও রয়েছে।
পার্থক্য শুধু কুকুরগুলোর বুকে কোনো স্কুল ব্যাজ নেই। বদলে গেছে গলায় হলুদ রঙের ব্যান্ডেনা। সেখানেই লেখা তাদের নাম, প্রজাতির বিশদ বিবরণ।
ভিডিওটির বিষয়ে অনেকে বলেছেন, স্কুলে যাওয়ার জন্য খুদে শিক্ষার্থীদের যেভাবে লাইনে দাঁড় করানো হয়, এখানেও সে নিয়ম মানা হয়েছে। দলের সামনের সারিতে রাখা হয়েছে অপেক্ষাকৃত ছোট আয়তনের কুকুরগুলোকে। পরে রয়েছে যারা কিছুটা বড়।
প্যা.ভ/তা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত