শিরোনাম
Yasin Hoque | ০৭:৪০ এএম, ২০২০-০৩-৩১
কুমিল্লার মুরাদনগরে ফেনসিডিল ও মোটরসাইকেল সহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে গত ২২ মার্চ আটক করে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত পুলিশ কনস্টেবল এর নাম মোশাররফ হোসেন (২৬) । সে মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের মোঃ নুরুন্ননবীর ছেলে এবং করেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য সফি মেম্বার এর ভাতিজা।
জানা যায়, গত ২২ (মার্চ) মোটরসাইকেলযোগে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাওয়ার পথে তাকে আটক করে মুরাদ নগর থানা পুলিশের একটি টিম। পরে মোশারফের বিরুদ্ধে মামলা নং- ২১/৫৩, তারিখঃ ২২ মার্চ ২০২০, জি আর নং-৫৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের -৩৬(১) এর ১৩ (ক)/৩৮/৪১ নং ধারায় মামলা রুজু হয়।
এই বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আলম প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, "কনস্টেবল মোশাররফ হোসেনের এর বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকের মামলা রজু করে ২৩শে মার্চ কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটকের সময় তার কাছ থেকে চার বোতল ফেনসিডিল পাওয়া গেছে"।
আটককৃত পুলিশ কনস্টেবল মোশাররফ
দীর্ঘদিন যাবত নিজ গ্রাম মিরসরাইয়ের অলিনগর, কক্সবাজার ও কুমিল্লা থেকে ঢাকার বিভিন্ন যায়গায় মাদক পাচার এবং স্থানীয় মাদক গ্রুপের সাথে সম্পৃক্ত।
উল্লেখ্য, আটককৃত পুলিশ কনস্টেবল মোশাররফ এর বড় ভাই পুলিশ কনস্টেবল শাহাদাত ও এর আগে মাদক মামলায় গ্রেফতার হয়ে চাকুরিচ্যুত হয়।
আটককৃত পুলিশ কনস্টেবল মোশাররফ হোসেন বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার ঢাকায় কর্মরত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2021 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত