শিরোনাম
Passenger Voice | ১১:৪৫ এএম, ২০২২-০৭-০৫
চট্টগ্রামে ১৮ থেকে ২৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে না পাওয়া গেলেও কালোবাজারিতে ৫ মিনিটেই মিলছে টিকিট। অভিযোগের ভিত্তিতে রেলের নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু না হতেই কয়েক মিনিটের মধ্যে অভিজাত ট্রেনগুলোর কেবিন এবং প্রথম শ্রেণির টিকিট শেষ বলে জানানো হচ্ছে। অথচ যতগুলো টিকিট বিক্রি দেখাচ্ছে তার একাংশ'ও কাউন্টারের সামনে পৌঁছাতে পারেনি। এটিকে কাউন্টারভিত্তিক অনিয়ম ও কারসাজি বলে অভিযোগ যাত্রীদের।
রোববার লাইনে দাঁড়িয়ে টিকেট না পেয়ে সোমবারের টিকিটের জন্য লাইনে অপেক্ষা করেছেন এমন যাত্রী শত শত। টানা ২৪ ঘণ্টা অপেক্ষা করেও মিলেনি সোনার হরিণ একটি টিকেট।
অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনেও জট খোলেনি অনলাইনের। সহজ ডট কমের মাধ্যমে টিকিট কাটার কোনো নজির এখনো পাওয়া যায়নি।
চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী যাত্রী বেশি হলেও ট্রেন মাত্র একটি। আর এই বিজয় এক্সপ্রেসের টিকিটের জন্য যাত্রীদের হাহাকার।
কঠিন সময় অতিক্রম করা যাত্রীদের সব অভিযোগ কোনো রকম ব্যাখ্যা ছাড়া নিমিষেই উড়িয়ে দিলেন রেলওয়ে চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।
চট্টগ্রাম থেকে ঢাকা-ময়মনসিংহ-চাঁদপুর-সিলেটসহ প্রধান চারটি রুটের মোট ১২টি ট্রেনের ৮ জুলাই যাত্রার প্রায় ১৪ হাজার টিকিট বিক্রি করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2022 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত