পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশি যাত্রীদের ওপর পেট্রাপোল স্থলবন্দরের বিধিনিষেধ

Passenger Voice    |    ১১:১৪ এএম, ২০২২-০৭-০৩


পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশি যাত্রীদের ওপর পেট্রাপোল স্থলবন্দরের বিধিনিষেধ

পূর্বঘোষণা ছাড়াই বাংলদেশি যাত্রীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ভারতের পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারতফেরত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা আগামী তিন মাসের মধ্যে ভারতে প্রবেশ করতে পারবেন না। গতকাল শুক্রবার (১ জুলাই) থেকে বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশি পাসপোর্টধারী ভ্রমণ যাত্রীদের ওপর এমন বিধিনিষেধ কার্যকর করেছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তাদের এই বিধিনিষেধ।

শনিবার (২ জুলাই) ভারতফেরত একাধিক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, বর্তমানে ভ্রমণ ভিসায় ভারতফেরত কোনো যাত্রী তার ভিসার মেয়াদ থাকলেও আগামী তিন মাসের মধ্যে ভারতে প্রবেশ করতে পারবেন না। পেট্রাপোল স্থলবন্দর থেকে বেনাপোলে প্রবেশের সময় তাদেরকে বন্দর কর্তৃপক্ষ বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন। তবে কত দিন পর্যন্ত পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের এমন নিষেধাজ্ঞা জারি থাকবে সেটি তারা কেউ বলতে পারেননি। 

শুধু ভ্রমণ ভিসার যাত্রী নয়, ব্যবসায়িক ভিসার যাত্রীদের ওপরও কিছুটা বিধিনিষেধ আরোপ হতে পারে। সেখানে ব্যবসায়িক ভিসার যাত্রীরা প্রতি সপ্তাহে অথবা ১৫ দিনে একদিন যাতায়াত করতে পারবেন। আগমী অল্প কিছু দিনের মধ্যে সেই ঘোষণা আসতে পারে। 

শনিবার বিকেলে ভারত ফেরত যাত্রী কামাল হোসেন বলেন, আমি গত দুই দিন আগে ব্যবসায়িক কাজে ভারতে প্রবেশ করি। যাওয়ার সময় পেট্রপোলে কোনো বিধিনিষেধের কথা বলা না হলেও আজ ফেরার পথে এই বিধিনিষেধ আরোপের বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।