শিরোনাম
passengernews | ১১:২১ এএম, ২০১৮-১২-১৮
১২ গজ দূর থেকে শট নেওয়ার ব্যাপারে ক্রিস্টিয়ানো রোনালদোর ধারেকাছে আপাতত কেউ নেই। পেনাল্টি বক্সের ভেতরে সেরা তো বটেই, পেনাল্টি নেওয়ার ক্ষেত্রেও সেরা পর্তুগিজ তারকা। এই পেনাল্টি নিয়েই রেকর্ডের ফুলঝুরি ছুটিয়েছেন রোনালদো। গতকাল পেনাল্টিতে গোল করেই নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন রোনালদো।
সমন এসেছে, তাঁকে দেখা দিতে হবে স্প্যানিশ আদালতে। সেখানে যাওয়ার আগেই তুরিন ডার্বিতে দুর্দান্ত রোনালদো। গোল করে দলকে শুধু জয়ই এনে দেননি, সঙ্গে সঙ্গে জুভেন্টাসের রেকর্ড বইয়ে নিজের নাম তুলে দিয়েছেন। সিরি ‘আ’তে জুভেন্টাসের জার্সিতে ৫০০০তম গোলটি করলেন রোনালদো।
ডার্বিতে গোল করতে পারলেই ম্যানচেস্টার ডার্বি, মাদ্রিদ ডার্বি ও তুরিন ডার্বি—তিন ডার্বিতে গোল করা অনন্য এক খেলোয়াড় হয়ে যেতেন রোনালদো। রোনালদোকে রেকর্ড হাতছানি দিয়ে ডাকবে, আর রোনালদো সাড়া দেবেন না, তা কি কখনো হয়? এবারও হয়নি। তুরিন ডার্বিতে গোল পেতে অবশ্য বেশ অনেকটা সময় লেগেছে। ২০ মিনিটেই নিজেদের সেরা গোলরক্ষককে তুলে নিতে হয় তুরিনকে। কিন্তু রোনালদো মানজুকিচদের ঠিকই সামলে নিয়েছেন বদলি গোলরক্ষক ইজাচো। কিন্তু ম্যাচের ৭০ মিনিটে ভুল করে বসেন ইজাচো। জাজার দেওয়া ব্যাকপাস ঠিকমতো না ধরতে পেরে উল্টো মানজুকিচকে ফাউল করে বসেন ইজাচো। পেনাল্টিতে কোনো ভুল করেননি রোনালদো। যদিও ইজাচো বলে হাত লাগিয়েছিলেন, কিন্তু তা থামানোর জন্য যথেষ্ট ছিল না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত