পদ্মা সেতু উদ্বোধন: দু’দিন বন্ধ থাকবে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল

Passenger Voice    |    ১০:৪৫ এএম, ২০২২-০৬-২৩


পদ্মা সেতু উদ্বোধন: দু’দিন বন্ধ থাকবে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল

বহুল আকাঙিক্ষত পদ্মা সেতুর উদ্বোধনের আর মাত্র বাকি দুই দিন। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু উদ্বোধন করবেন। এ উপলক্ষে দুই দিন পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে কাভার্ডভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ দুই দিন বিকল্প রুট হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি দিয়ে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার আবু তালেব।

তিনি বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৪ জুন সকাল ৬টা থেকে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে কাভার্ডভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ প্রেক্ষিতে ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সিগঞ্জের মাওয়াগামী কাভার্ডভ্যান এবং ট্রাকসমূহকে আগামী ২৪ জুন সকাল ৬টা থেকে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটের ফেরি দিয়ে চলাচলের জন্য অনুরোধ করা হচ্ছে।

দেশের দীর্ঘতম সেতুটি উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে এটি জনসাধারণের জন্য খুলে দেয়া হবে।এছাড়া উদ্বোধনের দিন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থিত ৩ সেতুতে যানবাহন চলাচলের জন্য কোনো টোল আদায় না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যানজট কমানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।