কোচদের কি অবসরের বয়সসীমা নেই, প্রশ্ন ক্যাসিয়াসের

passengernews    |    ১০:০২ এএম, ২০১৮-১২-১৮


 কোচদের কি অবসরের বয়সসীমা নেই, প্রশ্ন ক্যাসিয়াসের

মরিনহোর সময়টা ভালো যাচ্ছে না, লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলে হার তাঁর সময়টাকে আরও কঠিন করে তুলেছে। কিন্তু তাঁর সময়টা তো খারাপ যাচ্ছে মৌসুমজুড়েই। পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান ছয়ে। ১৭ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট আর গোল ব্যবধান শূন্য। প্রথম ১৭ ম্যাচ শেষে এমন বাজে অবস্থার মুখোমুখি হতে হয়নি গত ২৭ বছরে। ১৯৯০-৯১ মৌসুমে শেষবার স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ষষ্ঠ স্থানে থেকেই লিগ শেষ করতে হয় ইউনাইটেডকে। তবে মরিনহোর কথা বলার ধরন দেখে কে বলবে, তাঁর দলের অবস্থা এতটা বাজে? মরিনহোকে তাই একহাত নিয়ে নিলেন ইকার ক্যাসিয়াস।

রিয়াল মাদ্রিদে মরিনহোকে কোচ হিসেবে পেয়েছিলেন সাবেক স্প্যানিশ গোলরক্ষক। ২০১২ সালে একটা চোটে পড়েছিলেন। এরপর ফর্ম পড়তে থাকে ক্যাসিয়াসের। সে সময় ক্যাসিয়াসকে বাদ দিয়ে অ্যান্তোনিও আদানকে নিয়মিত করেন মরিনহো। এমনকি ক্যাসিয়াসকে পাকাপাকিভাবে বাদ দিয়েও দেন দল থেকে। দলের অধিনায়ক হয়েও দলে থাকতেন না ক্যাসিয়াস, এমনকি দলের মধ্যে নাকি বিভক্তি তৈরি করেছিলেন পর্তুগিজ কোচ। ফলে মরিনহোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন অনেকেই। সে সময়ের কথাই মনে করেছেন ক্যাসিয়াস, ‘যদিও তৃতীয় বছরে আমরা অনেক কিছু জিতেছিলাম। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল, কিন্তু দলের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। দলের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করেছিল। আর কিছুদিন করলে আমি ছাড় দিতাম না। আমি তার বিরুদ্ধে প্রয়োজনে “বুল ফাইটিং”-এ নামতাম।’