আড়িয়াল খাঁ নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা

Passenger Voice    |    ০৪:০৭ পিএম, ২০২২-০৫-১৪


আড়িয়াল খাঁ নদ রক্ষার দাবিতে প্রতিবাদ সভা

নরসিংদী ও কিশোরগঞ্জে প্রবহমান নদ আড়িয়াল খাঁ। সম্প্রতি দখল ও দূষণের কবলে পড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। নদী দূষণ ও দখল নিরসনের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা করেছেন নরসিংদীর রায়পুরার সচেতন নাগরিক সমাজ। এতে সহযোগিতা করেছেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের গাজীপুর থেকে আসা নদীপ্রেমীরা।

শুক্রবার বিকাল ৪টায় উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আড়িয়াল খাঁ নদের তীরে এ মানববন্ধন হয়। মানববন্ধন সঞ্চালনা করেন আড়িয়াল খাঁ নদ রক্ষা কমিটির আহবায়ক আবু রায়হান সরকার।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- নদী পরিব্রাজক দলের উপদেষ্টা কবি ও অধ্যাপক অসীম বিভাকর, কবি ও অধ্যাপক আহাম্মাদুল কবীর, কবি, গল্পকার ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সদস্য ও কলামিস্ট সাঈদ চৌধুরী, অ্যাডভোকেট বাবুল হোসেন খান, আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মো. মাসুদ ফরাজী, অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন, শিক্ষা উদ্যোক্তা ও নদী পরিব্রাজক দলের গাজীপুর সদর উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম, সাংবাদিক মো. মোজাহিদ, যুবলীগ নেতা মো. রুবেল মিয়া ও আশরাফুল প্রমুখ।