দুই বছর পর ‘স্ট্যান্ডিং টিকিট’ বিক্রির সিদ্ধান্ত রেলওয়ের

Passenger Voice    |    ০৩:২৭ পিএম, ২০২২-০৫-১৩


দুই বছর পর ‘স্ট্যান্ডিং টিকিট’ বিক্রির সিদ্ধান্ত রেলওয়ের

করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ রাখার পর ফের আন্তঃনগর ট্রেনে আসনের অতিরিক্ত ‘স্ট্যান্ডিং টিকিট’ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রেলভবনে এক বৈঠকে শোভন শ্রেণির এ টিকিট বিক্রির সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

তিনি বলেন, ‘এখন স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ থাকলেও অনেক যাত্রী দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু তারা ভাড়া দিচ্ছেন না। আমরা লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। টিকিট ছাড়াই উঠে যায়। জরিমানা করতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। এ কারণে এই সিদ্ধান্ত।’

তিনি জানান, তবে কবে থেকে, কত শতাংশ স্ট্যান্ডিং টিকেট দেওয়া হবে, তা আগামী সপ্তাহে নির্ধারণ করা হবে।

করোনা মহামারির প্রথম বছর ২০২০ সালে লকডাউনে ৬৭ দিন বন্ধ থাকে ট্রেন চলাচল। ওই বছর ৩১ মে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনে যাত্রী বহন শুরু হয়।

সংক্রমণ কমে এলে ওই বছরের সেপ্টেম্বরেই সব আসনে যাত্রী বহন শুরু হয়। কিন্তু দাঁড়িয়ে যাত্রী তোলা বন্ধে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ রাখা হয়।