শিরোনাম
Passenger Voice | ১১:৩১ এএম, ২০২২-০৫-১৩
ভারতের তুমুল জনপ্রিয় দ্য কপিল শর্মা শো আগামী জুনে বন্ধ হয়ে যাচ্ছে বলে জানা গেছে। ঠিক কী কারণে বন্ধ হচ্ছে তা জানা যায়নি।
এ অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন বহু দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক জনপ্রিয়। অমিতাভ, শাহরুখ, সালমান, অক্ষয় থেকে শুরু করে কঙ্গনা, কারিনারা নিয়মিতই ছবির প্রচারে আসেন।
ছোটপর্দায় টানা এই শো চললেও এই শো ঘিরে দর্শকের উত্তেজনার শেষ নেই। এরই মাঝে মনখারাপের খবর।
শোনা যাচ্ছে, জুনে বন্ধ হয়ে যাচ্ছে এই জনপ্রিয় শো। কী কারণে বন্ধ হচ্ছে শো, তা অবশ্য জানান যায়নি। গত ১০ বছরে এর আগে একবারই বন্ধ হয়েছিল এই শো। নানান কথা শোনা গেলেও অবশেষে জানা গিয়েছিল, কপিল শর্মার অসুস্থতার কারণেই বন্ধ হয় শো।
দ্য কপিল শর্মা শোয়ের বদলে শুরু হতে চলেছে ইন্ডিয়ান লাফটার চ্যাম্পিয়ন। দ্য কপিল শর্মা শোয়ের মতো ওই সেখানেও বিচারকের আসনে থাকবে অর্চনা পূরণ সিং, তার সঙ্গে থাকবেন শেখর সুমন। কপিল শর্মা শো বন্ধের খবরে স্বভাবতই মনখারাপ কপিলের ফ্যানেদের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2022 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত