জাপানে আটটি কারখানার উৎপাদন স্থগিত করছে টয়োটা

Passenger Voice    |    ১১:৩১ এএম, ২০২২-০৫-১৩


জাপানে আটটি কারখানার উৎপাদন স্থগিত করছে টয়োটা

জাপানে আটটি কারখানায় ১৪টি উৎপাদন লাইনের কার্যক্রম স্থগিত করছে টয়োটা। কারণ চীনের সাংহাইয়ে দীর্ঘায়িত কভিডজনিত লকডাউনের কারণে সংস্থাটির জন্য যন্ত্রাংশ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এক সপ্তাহের জন্য কারখানাগুলোর কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর কিয়োদো নিউজ।

নতুন পরিকল্পনায় কারখানাগুলোয় উৎপাদন স্থগিতের কারণে লক্ষ্যমাত্রাও কমিয়ে এনেছে টয়োটা। বিশ্বজুড়ে মে মাসে সাত লাখ ইউনিট গাড়ি উৎপাদন করা হবে। যেখানে এর আগে ৭ লাখ ৫০ হাজার ইউনিট গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল সংস্থাটি।

আইচি ও ফুকুওকা প্রদেশের মোতোমাচি ও মিয়াতাসহ কারখানাগুলো ১৬-২১ মে পর্যন্ত বন্ধ থাকবে। এ কারণে সংস্থাটির প্রায় ৩০ হাজার ইউনিট গাড়ি উৎপাদন কমে যাবে।

জাপানে মোট ১৪টি কারখানা পরিচালনা করা সংস্থাটি গত মাসেই বলেছিল, যন্ত্রাংশ ঘাটতির কারণে মে মাসে নয়টি কারখানার ১০টি উৎপাদন লাইনের কিছু কার্যক্রম বন্ধ রাখা হবে।