পুরো একটি ফেরিঘাট বরাদ্দ পেল মোটরসাইকেল!

Passenger Voice    |    ০১:৫১ পিএম, ২০২২-০৪-৩০


পুরো একটি ফেরিঘাট বরাদ্দ পেল মোটরসাইকেল!

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে বিশৃঙ্খলা এড়াতে একটি ঘাটই বরাদ্দ করা হয়েছে মোটরসাইকেল পারাপারে। সকাল থেকে শত শত মোটরসাইকেল এ ঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছে। সকাল সোয়া ১০ পর্যন্ত ১ নম্বর ফেরিঘাটের এ ঘাট দিয়ে ৭টি ফেরি শুধু মোটরসাইকেল নিয়ে ছেড়ে গেছে। এর পরেও মোটরসাইকেলের জ্যাম কমেনি।

সরজমিনে শিমুরিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ১ নম্বর ফেরি ঘাট দিয়ে শুধু মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। এতে ফেরিঘাটে যানবাহন পারপার সহজ হয়েছে। ফেরিঘাটে গাড়িগুলোকে গতকালকের মতো ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। সকাল থেকে সোয়া ১০টা পর্যন্ত ৭টি ফেরি এ ঘাট থেকে শুধু মোটরসাইকেল নিয়ে ছেড়ে গেছে। তারপরও মোটরসাইকেলের সারি কমছে না। বরং ঢাকা থেকে নতুন করে মোটরসাইকেল এসে যোগ হচ্ছে এ ঘাটে।

এদিকে লঞ্চঘাটগুলোতেও যাত্রীর উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। যাত্রীরা ঘাটে এসে লঞ্চের অপেক্ষায় র‌্যামের ওপর লাইনে থাকছেন। ঘাটে ওপার থেকে কোনো লঞ্চ আসলে তবেই লঞ্চে যাত্রী উঠতে পারছে।

অপরদিকে সিবোট ঘাটে কিছুটা অনিয়ম লক্ষ করা গেছে। অতিরিক্ত যাত্রী ও লাইফ জ্যাকেট ছাড়া অনেক সিবোটকে ছেড়ে যেতে দেখা গেছে। এ সময় ঘাটে ডিউটিরত লৌহজং থানার এএসআই সাইদকে বিষয়টি জানালে তিনি তা আমলে নেননি।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল জানিয়েছেন, শুক্রবার মোটরসাইকেলের জন্য ঘাটের মুখগুলো বন্ধ হয়ে যাওয়ায় যানবাহন পারাপারে বেলা ১২টা পর্যন্ত স্থবিরতা নেমে আসে। আজ শনিবার ১ নম্বর ফেরিঘাট দিয়ে শুধু মাত্র মোটরসাইকেল পারাপার করায় এখন ফেরি ঘাটে যানবাহন পারপার হচ্ছে সহজেই।